হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংর্ঘষে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দশজনকে হবিগঞ্জ আড়াই শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় মাধবপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী বিরতীহীন এক্সপ্রেস ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিরতীহীন এক্সপ্রেস বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর গাছের সঙ্গে ধাক্কা খায় কুমিল্লা ট্রান্সপোর্ট। এতে দুই গাড়ির নারী ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হন।

খরব পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সাভির্স, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

এর মধ্যে গুরুতর আহত আব্দুস সালাম (৪০), মালেক মিয়া (৩৮), কদ্দুস আলী (৪৫) রিপাত আহমেদ (২০), মাজহারুল ইসলাম (৩২), সাফিয়া আক্তার (৫২), জান্নাতুল তুলি (১২), ফায়জুর রহমান (১৫), মেহেদি হাসান (২৬), সৈয়দ আলীকে (৫৫) হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।