দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জনের নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। ঘটনাটি ঘটেছে  সোমবার রাতে সদর উপজেলার পুরাতন ভুষিবন্দর ও দশমাইল এর মাঝামাঝি ব্যাংককালি নামক স্থানে। যাত্রীবাহী বাসের চাকা ব্রাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১৭ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা আহসান পরিবহনের একটি মেইল কোচ দিনাজপুর জেলা সদরের পুরাতন ভুষিবন্দর ও দশমাইল ব্যাংককালী এলাকায় চাকা ব্রাস্ট হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় কোচটি রাস্তায় সাইডে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই কোচের চালক-হেলপারসহ আরোহীরা প্রায় সবাই আহত হন। এবং সাথে সাথে দিনাজপুর ফায়ার সার্ভিসকে ফোনে জানানো হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ফোন পাওয়া সাথে সাথে আমরা সবাইকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। 

দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের  জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ১৭ জনকে ভর্তি করা হয়।
কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে ।  জরুরি বিভাগের চিকিৎসক বলেন,  ১৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী রাত ১১টা ৩৬ মিনিটে মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা ৩।