লাশ বাড়ি নিয়ে যাবে কিভাবে? কবরই বা দেবে কীভাবে?

সিলেটে বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে এই সময়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের লাশ দাফন করা নিয়েও নানা দুর্ভোগে পড়েছেন স্বজনরা। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. যোবায়ের মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে বলেন, ‘আমার ইউনিটে একটু আগে একজন রোগী মারা গেলো। বাড়িঘর পানিতে ডুবে আছে। রাস্তায় গাড়িও পাচ্ছে না। (লাশ) বাড়ি নিয়ে যাবে কিভাবে? কবরই বা দেবে কীভাবে? আল্লাহ রহম করো।’