হবিগঞ্জে সালিসের আগেই দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জের বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষ ঘটে।

নিহত দুলাল ইউনিয়নের শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শংকরপুর গ্রামের মাস্টারবাড়ি ও সর্দারবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার (১৫ জুলাই) সালিশ হওয়ার কথা ছিল। এ সালিশকে কেন্দ্র করে সর্দারবাড়ির পক্ষের দুলাল মিয়া পার্শ্ববর্তী গোসাই বাজারে এলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।

এ ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।