ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। তাদের উদ্ধার করে সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), তার চাচি বকুল বেগম (৫৫) এবং অটোরিকশাচালক রব্বান মিয়া (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রী বকুল বেগম (৬২), কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়শা খাতুন চৌধুরী (৬০), ছেলে এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী সিএনজিচালিত অটোরিকশাযোগে গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার কাছে পৌঁছামাত্রই ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক রব্বান মিয়া, বকুল বেগম ও এহিয়া চৌধুরী মারা যান।
গুরুতর আহত অবস্থায় আয়শা বেগম ও রেনু বেগম চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। এহিয়া চৌধুরী মাসখানেক আগে বিয়ে করেছেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীমল দেব দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য