আর্জেন্টিনার রাস্তা সহজ করে সেমিফাইনালে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ব্রাজিল দল। টানা তৃতীয় জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে উড়িয়ে দেয় ভেনেজুয়েলাকে। এ নিয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠালো রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার বিপক্ষে ২২তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন বিয়া জেনেরাত্তো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল আদায় করে নেয় মার্তার দল। ৫১তম মিনিটে দ্বিতীয় গোল করেন আরি বোর্গেস। ৫৮ ও ৬৫তম মিনিটে বাকি দুই গোল দেবিনহার। চলতি আসরে তিন ম্যাচে ৪ গোল করেছেন দেবিনহা। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দেয় উরুগুয়ে। ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট থাকায় সেমিতে যাওয়ার সম্ভাবনা নেই উরুগুয়ের। আগামী ২১শে জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মোকাবিলা করবে টানা তিন হার দেখা পেরুর। বিজ্ঞাপন অন্য ম্যাচে আর্জেন্টিনা লড়বে ভেনেজুয়েলার বিপক্ষে। ৩ ম্যাচে সমান ৬ পয়েন্ট দুই দলের। তবে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে শুধু ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের পথে স্বাগতিক কলম্বিয়া। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চিলি। তাদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে প্যারাগুয়ে। তারা লড়বে চার নম্বরে থাকা ইকুয়েডরের বিপক্ষে। তিন ম্যাচে ইকুয়েডরের অর্জন মাত্র ৩ পয়েন্ট।