হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

হবিগঞ্জের চুনারুঘাটে ১২ বছরের কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আমতলা এলাকায়। এ ঘটনায় গত সোমবার রাতে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত ৫ জুলাই দুপুরে ওই শিশুকে ধর্ষণ করে একই গ্রামের আরেক শিশু। ভুক্তভোগী শিশু বাড়ির পাশে খেলার একপর্যায়ে এ ঘটনাটি ঘটে।

মামলায় বলা হয়, ধর্ষণের শিকার শিশুটির রক্তক্ষরণ হলে সে কান্না শুরু করে। ঘটনাস্থল থেকে বাড়িতে আসার পর শিশুটির মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে শিশুটিকে গ্রাম্য এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি লোকলজ্জার ভয়ে কাউকে জানায়নি শিশুর পরিবার। এমনকি পরিবার মামলাও করতে চায়নি। একপর্যায়ে ঘটনার ১৪ দিন পর শিশুর পরিবার থানায় মামলা করে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে চুনারুঘাট থানার এসআই অজিত জানান, ধর্ষণের অভিযোগে সোমবার রাতে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে শিশুকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।