ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃত সেই ঝুমন দাশের জামিন নামঞ্জুর করেছেন বিচারক।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার জামিন নামঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত ঝুমন দাশ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্বিতীয়বার ঝুমন দাশের জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে দীর্ঘ শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। এ সময় ঝুমন দাশকে আদালতে তোলা হয়নি। কারাগারে রেখেই তার জামিনের আবেদন করা হয়।
ঝুমন দাশের আইনজীবী অ্যাডভোকেট পঙ্কজ কুমার বলেন, আজ রোববার দুপুরে ঝুমন দাশকে কারাগারে রেখে তার জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এর আগে একই দিন সকালে শাল্লা থানা থেকে তাকে সুনামগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। তবে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঝুমন দাশ ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট দেন। এ ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে শাল্লা থানা পুলিশ। পরে একই দিন রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে বুধবার (৩১ আগস্ট) তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। সাড়ে ছয় মাস জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি।
মন্তব্য