রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহীবাওএকটিঅ্যাম্বুলেন্সেরমুখোমুখিসংঘর্ষেনবজাতকসহতিনজননিহতহয়েছেনএ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার রংপুরদিনাজপুরআঞ্চলিকসড়কেরতারাগঞ্জেরইনখুরজালিহাজিপুরেসলেয়াশাবাজারএলাকায়এদুর্ঘটনাঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলেবরাত (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রশিদুল ইসলামের ১০ দিনের কম বয়সি নবজাতক। বরাত অ্যাম্বুলেন্স চালক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার। তিনি যুগান্তরকে টেলিফোনে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, ভোরে উপজেলার সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৭ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন দিনের নবজাতকসহ তিনজন নিহত হন।
এর আগে ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
মন্তব্য