গাজীপুর পুলিশ লাইনসে বেলুন বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ ও দগ্ধের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আবু সায়েম নয়ন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন—— অতিরিক্ত উপকমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আশজাদ, মেট্রোপলিটন সদর থানার ওসি রফিকুল ইসলাম।

আবু সায়েম নয়ন আরও বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ ক্ষেত্রেও তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে।

শুক্রবার গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন। এ সময় দগ্ধ ও আহত হয়েছেন আরও ৪ জন।