বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

থাইল্যান্ডকে হারালেই বিশ^কাপের টিকিট পাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২৩ টি-টোয়েন্টি বিশ^কাপের বাছাই পর্বে দুর্দান্ত খেলছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় কুড়ায় বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল আজ বাছাই পর্বের সেমিফাইনালে লড়বে থাইল্যান্ডের সঙ্গে। এ ম্যাচে জয় পেলেই বিশ^কাপে অংশগ্রহণ নিশ্চিত তাদের।

১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ^কাপে সরাসরি অংশ নেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। বাকি দুই দলকে বাছাই পর্ব উতরে আসতে হবে। বাছাইয়ের ফাইনালে জায়গা করে নেয়া দু’টি দল বিশ^কাপে সুযোগ পাবে। বুধবার আবুধাবিতে শেষ হয় বাছাইয়ের গ্রুপ পর্বের লড়াই। যুক্তরাষ্ট্রকে হারানোর সুবাদে ‘এ’ গ্রুপে টানা তিন জয়ে শীর্ষ স্থান অর্জন করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে বাংলাদেশের সঙ্গী হয় আয়ারল্যান্ড।

অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হেরেও ‘বি’ গ্রুপের শীর্ষ দল জিম্বাবুয়ে।