সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঝুমন দাস আপনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয়বারের মতো জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার। এর আগে গত ৪ সেপ্টেম্বর আদালত জামিন নামঞ্জুর করেন।
জানা গেছে, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে গত ৩০ আগস্ট দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলে রাতেই পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।
ঝুমন দাসের স্ত্রী সুইটি বেগম বলেন, আমরা এর আগেও একবার জামিন চেয়ে পায়নি। তখন আমল গ্রহণকারী আদালত জামিন নামঞ্জুর করেন। তাই আজ জজ আদালতে জামিন চাই। আদালত আজও ফের জামিন নামঞ্জুর করেন। এখন বাকি থাকল উচ্চ আদালত। আমরা সেখানেও যাব।
এ বিষয়ে ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। আজ আবার আদালতে জামিন চাইলে সেটাও নামঞ্জুর করেন আদালত। এ সময় অভিযুক্ত ঝুমন দাসকে আদালতে তোলা হয়নি। জামিন শুনানিকালে কারাগারে ছিলেন তিনি।
মন্তব্য