কাতারের স্টেডিয়ামের নাম ‘৯৭৪’

কাতারের একটি বিশ্বকাপ স্টেডিয়ামের নাম ৯৭৪। এটির অবস্থান রাস আবু আবুদ-এ। যা রাজধানী দোহার মধ্যেই। নতুন ভাবনায় নির্মিত এই ৯৭৪ স্টেডিয়াম কাতারের বিশ্বকাপে এক নয়া সংযোজন। স্টেডিয়ামটির এই অদ্ভুত নামকরণ কেন? কথা ছিল বিশ্বকাপের জন্যে নির্মিত এই স্টেডিয়ামের নাম হবে রাস আবু আবুদ স্টেডিয়াম। কিন্তু, হঠাৎই বদলে গেল মতটা। স্টেডিয়ামটি বানাতে কাজে লাগানো হয়েছে নয়শ’ চুয়াত্তরটি জাহাজের পরিত্যাক্ত কনটেনার, আর কাতারের ইন্টারন্যাশনাল ডায়ালিং নম্বর যেহেতু ৯৭৪, তাই স্টেডিয়াম এর নাম হলো ৯৭৪ স্টেডিয়াম। বিশ্বকাপের জন্যেই বিশেষভাবে নির্মিত স্টেডিয়ামটিতে চল্লিশ হাজার দর্শকের বসার ব্যবস্থা আছে। বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে এখানে। বিশ্বকাপ এর পরই ভেঙে দেওয়া ফিফার ইতিহাসে এইরকম অস্থায়ী স্টেডিয়াম বিশ্বকাপে এই প্রথম। ফিনিউইক ইরিবিয়ান আরকিটেক্ট এই স্টেডিয়াম এর নকশাটি বানিয়েছে। স্টেডিয়ামটি বিশ্বকাপের পর ভেঙে ফেলে কী করা হবে? স্থপতিদের পরিকল্পনা উরুগুয়ে যদি বিশ্বকাপের শত বর্ষে (২০৩০’র আসর) বিশ্বকাপ আয়োজনের সাংগঠনিক অধিকার পায় তাহলে এই ৯৭৪ কে আবার স্থাপন করা হবে উরুগুয়েতে।