‘চাষ না করলে জমি খাস হওয়ার তথ্য গুজব’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কারও ব্যক্তিগত জমি চাষ না করলে তা খাস হয়ে যাওয়ার যে তথ্য প্রচার হচ্ছে, তা ‘গুজব’।

সোমবার (১৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে বেশ কিছু জায়গায় গুজব চলছে যে, চাষ না করে ফেলে রাখা জমি খাস হয়ে যাবে। কিন্তু এ তথ্য ঠিক নয়।

তিনি বলেন, জমি চাষ না করলেই খাস হয়ে যাবে, এমন কোনো প্রভিশন নেই। এটা ‘গুজব’ ছড়ানোর চেষ্টা। কোনো জমি খাস করার দরকার হলে জমির মালিককে নোটিশ দিয়ে তার কাছ থেকে শুনে তারপর খাস করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আসন্ন বৈশ্বিক মন্দা মোকাবিলায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে যতটুকু সম্ভব জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি সবাইকে সচেতন করার চেষ্টা করেছেন।