দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য শামীম আহমদ তালুকদারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ ক্লাব নেতৃবৃন্দ শামীম আহমদ তালুকদারের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য শামীম আহমদ তালুকদারের মা দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভোগে গত শনিবার (৪ জানুয়ারি) সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুমার জানাযার নামাজ ওইদিনই বেলা ২টায় সিলাম ইউনিয়নের বটতলা বিবির মোকাম শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ পার্শবর্তী গোরস্থানে দাফন করা হয়েছে।
মন্তব্য