মহান ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুখের ভাষাকে রাষ্ট্রের ভাষা হিসেবে স্বীকৃতি অর্জনকারী বিশ্বের ইতিহাসে বাঙ্গালী এক এবং অদ্বিতীয় জাতি। আমাদের পরাধীনতার শৃংখল ভাঙ্গার সংকল্প নিতে শিখিয়েছে এ বাংলা ভাষা।
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল একুশে ফেব্রুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগরের উদ্যোগে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এডভোকেট কিশোর কুমার কর এ কথাগুলো বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ- সভাপতি মো: আব্দুল কাদির, সহ- সভাপতি সালাই বক্স সালাই, সহ-সভাপতি সৈয়দ মোজাফফর হোসেন রুহেল, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সহ- সভাপতি দবীর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছয়েফ খান, সাংগঠনিক সম্পাদক শেখ সুহেল আহমদ কবির, সহ সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা চৌধুরী কয়েছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়ছল কাদির পাওয়েল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কালাম আহমদ, শ্রম সম্পাদক মো: তজমুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক এম আব্দুল মুকিত, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোয়ামিন চৌধুরী বাপ্পি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সহ প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম জুয়েল, সহ দপ্তর সম্পাদক এডভোকেট দিদার আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা মাহি, সামাজিক যোগাযোগ (আইসিটি) বিষয়ক সম্পাদক আফতাবুল কামাল, সহ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ফুয়াদ আহমেদ রিফাত, সহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো: ওবায়দুর রহমান সারওয়ার, সদস্য মো: জালাল উদ্দিন শাবুল, সেলিম আহমদ সেলিম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো: নজরুল ইসলাম নজু, সৈয়দ দারা মিয়া, এম রশিদ আহমদ, রাজ্জাকুজ্জামান চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমদ রাজু, মোহন আহমদ, মো: নূরুজ্জামান জুয়েল, রাজিব হোসেন বাহাদুর, বিশাল দাস প্রমূখ।
মন্তব্য