বাংলাদেশ প্রতিদিন’র ১৩তম বর্ষপূর্তিতে মিলাদ মাহফিল

দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় ‘বাংলাদেশ প্রতিদিন’র ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ মার্চ) আসরের নামাজের পর নগরীর কুশিঘাটস্হ জামিয়া ইসলামিয়া শাহ গাযী সৈয়দ বুরহান উদ্দিন রাহ. মাদরাসায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এতে দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়খ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম, পৌর বিপনী ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজ উল্লাহ, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও আলমগীর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন।