কন্ঠশিল্পী কুমকুম দাস তাপসী প্রয়াত অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

 শৌখিন কন্ঠশিল্পী কুমকুম দাস তাপসী আজ চব্বিশ মার্চ শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটায় মির্জাজাঙ্গালস্থ মেঘনা এ/ ৩৭ নিজ বাড়ী সংকর্ষণে মৃত্যুবরণ করেন। কুমকুম দাস তাপসী নূপুর সংগীতালয় থেকে ওস্তাদ হোসেন আলী, সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে উচ্চাঙ্গ সংগীত, হিমাংশু বিশ্বাসের কাছে নজরুল গীতি এবং রানা কুমার সিনহার কাছে রবীন্দ্র সংগীতে তালিম নেন। তিনি শখের বশে সঙ্গীত সাধনায় নিবিষ্ট হোন। এছাড়াও তিনি কামেশ্বর সিংহ, অনুপ কুমার সিংহ হীরেন রাসবিহারী চক্রবর্তীর কাছেও তালিম গ্রহণ করেন। পঁচিশ মার্চ শনিবার সকালে চালিবন্দরস্থ শ্মশানঘাটে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রয়াত কন্ঠশিল্পী কুমকুম দাস বর্তমানে তাপসী রায় নামে পরিচিত। তাপসী রায়ের স্বামী দেবদাস রায় জেলা পরিষদ সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ সিলেট সদর সহ নানা কর্মস্থলে প্রকৌশলীর দায়িত্ব পালন করে বর্তমানে অবসর গ্রহণ করছেন। তাদের একমাত্র কন্যা দেবলীনা রায় একজন চিকিৎসক ও কন্ঠশিল্পী। তাপসী রায়ের মৃত্যুতে সুরমা খেলাঘর আসর, সিলেট, বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগরের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।