২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতীয় জীবনের সর্বশ্রেষ্ট অর্জন। এই অর্জনের পেছনে রয়েছে এক সাগর রক্তের ইতিহাস। এই ইতিহাস রচনা করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন তাঁদের সারা জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাঙালি জাতি।
এরই ধারাবাহিকতায় রোববার (২৬ মার্চ) সকালে দক্ষিণ সুরমা শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাঈল আলী টিপু, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, সদস্য নোমানুল ইসলাম ইমরান প্রমুখ।
মন্তব্য