আজমিরীগঞ্জে ধানকাটা নিয়ে সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ দুই গ্রুপের ধানকাটা নিয়ে সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে রোববার দুপুর প্রায় আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, আসক আলী ও আজিম উদ্দিনের লোকজন জমির ধান কাটার ডাটা কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশিয় অস্ত্রসস্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে ৭জন আহত হন।

তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাটানো হয় ।

আহতরা হল ফজল মিয়া(৪৫) ফয়েজ মিয়া (১৯) আরসআলী (৩০) সাদ্দাম মিয়া (১৮) ফরিদ (২০) তোফজুল(১৮) ফারভেজ(১৭)। 

এদের মধ্যে গুরুতর অবস্থায় ফয়েজ মিয়া ও ফজল মিয়াকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। 

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জলসুখা গ্রামের আশক আলীর ছেলে।  

আজমিরীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মাসুক আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা আছে।