সড়ক দুর্ঘটনায় আহত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সলকে দেখতে লালাবাজার ইউনিয়নের করসনা গ্রামে তাঁর বাড়িতে যান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে এমরান ফয়সলের বাড়িতে গিয়ে নেতৃবৃন্দ তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমদ, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল ও সদস্য মোঃ আবু বকর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল গত বুধবার (১২ এপ্রিল) দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিসাধীন রয়েছেন।
মন্তব্য