সিলেটস্থ বিশ্বনাথ উপজেলা সমিতির কমিটি গঠন

সিলেটস্থ বিশ্বনাথ উপজেলা সমিতির সাধারন সভা ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে বিশ্বনাথ সমিতির আহবায়ক শাখাওয়াত আলী (শাহী) সভাপতিত্বে ও শেখ মো: আজাদ পরিচালনায় সভা অনুষ্টিত হয়। সাধারন সভা শেষে সবার সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটিতে শাখাওয়াত আলী (শাহী)কে সভাপতি ও শেখ মো: আজাদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা।


এসময় উপস্থিত ছিলেন, আজীবন এবং স্থায়ী সদস্য এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, মনির উদ্দিন চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা), মো: সীতাব আলী,মো: আবুল খয়ের চৌধুরী, মো: আব্দুল মালিক (বীর মুক্তিযোদ্ধা) অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যাপক ড: হাসমত উল্লাহ, আব্দুর নুর রুহেল, শাহ মতছির আলী, শফিকুর রহমান বাবুল, মো: আবুল কালাম আজাদ খান (বীর মুক্তিযোদ্ধা), অধ্যাপক মো: নুর এ আলম, তাজ উদ্দিন আহমদ, মনিরুজ্জামান মনির, অধ্যাপক আব্দুল ওয়াছেহ, শাহেদ আহমদ, মহিতোষ দাস মান্না, এম আর টুনু তালুকদার, হেলাল আহমদ আং কুদ্দুস প্রমুখ।