নিজ গ্রামে সংবর্ধিত হলেন চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন

নিজ গ্রামে সংবর্ধিত হলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৬ নং লালাবাজার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন। দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গত শুক্রবার রাতে উপজেলার লালাবাজার ইউনিয়নের করসনা গ্রামের রুমেল মিয়ার বাড়িতে করসনা স্পোর্টিং ক্লাবের ও সর্বস্তরের জনতার পক্ষ থেকে তাকে সংবর্ধনা করসনা গ্রামের প্রবীন মুরব্বি ও শালিস ব্যক্তি মুমিন খান এর সভাপতিত্বে ও নাজিমউদ্দীন রাসেল এবং হাসান খান রুপনের যৌথ পরিচালনায় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি তোয়াজিদুল হক তুহিন। 



অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেলাল মিয়া খবির মিয়া আতিকুর রহমান জালাল মিয়া টেনু মিয়া, আব্দুল মুহিত, চেরাগ আহমেদ, মখজ্জিল মিয়া, পরতাব খান, সিরাজ খান, আওলাদ আহমেদ, শেখ চমক আলি, ছত্তার আলি, জিলু মিয়া, শিতাব আলি, রফিক আলি সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন করসনা স্পোর্টিং ক্লাবের তোফায়েল আহমদ রুনাম রুমেল আহমেদ, ইউনুছ আহমেদ, রাসেল আহমেদ, জাহের মিয়া, শিপলু হক, জামিল আহমেদ, হিমেল মিয়া, সেজু আহমেদ, কামেল আহমেদ, শেখ আমিনুল ইসলাম শেপু, মেহেদি হক, ফাহিম খান, কামিল আহমেদ, তারেক আহমেদ, তামিম আহমেদ, নাহিদ আহমেদ, সুবেল আহমেদ, মাহিন আহমেদ, মাহি আহমেদ, আরমান আহমেদ, জুনেদ আহমেদ, মাহিন আহমেদ, রাহি আহমেদ, হুবায়ুব আহমেদ, আরিফ আহমেদ, সৌরভ আহমেদ, জাহিদ আহমেদ, রাব্বি আহমেদ, জাহেদ আলী নাজু আহমেদ, ফাহিদ আহমেদ, শাহরিয়ার আহমেদ, সামিন আহমেদ ছাইদ খান রাহিম আহমেদ, মিনহাজ আহমেদ শিমু খান, জামিল আহমেদ প্রমুখ।

দেওয়া হয়।