দক্ষিণ সুরমায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি হাবিব

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আনোয়ার আলীর বাড়ির সামন পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করন (৫০০.মিটার) রাস্তার কাজের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি।

শুক্রবার ২১ জুলাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাদন কান্তি সরকার, বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী কাফতান চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সদরুল ইসলাম, যুবলীগ নেতা সুয়েল আহমদ কর্নেল, দক্ষিণ সুরমা উপজেলা তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম , আওয়ামী লীগ নেতা রাজু আহমদ, যুবলীগ নেতা খোকন আহমদ প্রমুখ