সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৩-২৫ অর্থ বছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তর ও সিলেট প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীকে সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম-সাধারণ সম্পাদক শুকরান আহমদ রানা (সকালের সময়), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মশাহিদ আলী (সিলেট প্রতিদিন ও শ্যামল সিলেট), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল)।
সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
মন্তব্য