দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবু বক্করের মা নেহার বেগম (৬০)’র মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নেতৃবৃন্দ।
রোববার (১৩ আগষ্ট) প্রেরিত এক শোক বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মরহুমার বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবু বক্করের মা নেহার বেগম শনিবার (১২ আগষ্ট) সকাল সোয়া ৭টায় সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৩ ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন হাজী রেখে গেছেন।শনিবার বাদ জোহর মর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য