দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ষ্টেশন রোডস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য মোঃ আবু বক্কর প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
মন্তব্য