বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সাবেক এমএনএ, এমপি ও বঙ্গবন্ধু সরকারের মাননীয় মন্ত্রী, বাঙ্গালী জাতি ও বাংলাদেশের অহংকার, বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানীর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে
প্রখ্যাত সমরবিশারদ, রাজনীতিবিদ, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, কেবিনেট মন্ত্রীর পদমর্যাদায়, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সি ইন সি ও প্রথম জেনারেল, বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ বিশাল নির্বাচনী আসন থেকে নির্বাচিত প্রয়াত এম এন এ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ আসন থেকে নির্বাচিত এম পি, বঙ্গবন্ধু সরকারের মাননীয় মন্ত্রী, পুণ্যভ‚মি সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ ও বাঙ্গালী জাতির গৌরব, দেশপ্রেমিক, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী ১ লা সেপ্টেম্বর শুক্রবার, যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে পূর্বঘোষিত দিন ব্যাপি কর্মসূচি পালন করা হয়। প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণকারি নেতৃবৃন্দ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্মবার্ষিকীতে দেশে বিদেশে অবস্থানরত বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসীর প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপ
কর্মসূচিতে ছিলো সকাল ৯.৩০ টায়, সিলেটস্থ ওসমানী জাদুঘরে, চিরঞ্জীব সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর দেশের জন্য দেশপ্রেম শীর্ষক আলোচনা সভা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত আলোচনর প্রারম্ভে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৫২, ৭১, ১৫ আগষ্ট, ২১ আগষ্ট সহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলের আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করেন স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, প্রধান অতিথি হিসাবে মহাবীর ও নিখাদ দেশপ্রেমিক বঙ্গবীর ওসমানীর দেশপ্রেম, রাজনৈতিক, সামাজিক,সমরবিদ হিসাবে তাঁর পেশাদারিত্ব আত্মসম্মানবোধ সময় ও নিয়মানুবর্তিতা সহ , বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওসমানী যাদুঘরের পরিচালক মোঃ জিয়ারত হোসেন খান, সাবেক ফরেস্ট কর্মকর্তা গবেষক ও লিখক বেলাল আহমদ চৌধুরী, অধ্যাপক মোঃ ছুরাব আলী, নারীনেত্রী দিনা বেগম, রুমা চৌধুরী, সংসদের সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আমিরুল হোসেন চৌধুরী আমনু, সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছ
বক্তাগণ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীকে যথাযথ মূল্যায়ন না করায় দুঃখ প্রকাশ করেন। এ মহান ক্ষণজন্মা পুরুষের জন্ম ও মৃত্যু দিবস সরকারী পালন, বঙ্গবীরের পাÐুলিপি উদ্ধার, স্কুল কলেজ ভার্সিটি ও মাদরাসার পাঠ্যসূচিতে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবী জানান
আলোচনা শেষে, একজন এস এস সি কৃতকার্য সুবিধাবঞ্চিত মেয়ে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেয়া হয় এবং সভা শেষে বিভিন্ন জাতের ফুল, ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা
ওসমানী যাদুঘর প্রাঙ্গণ বেলা সাড়ে ১১ টায় বঙ্গবীর ওসমানীর স্মৃতিধন্য পিতৃভূমি দয়ামীরে প্রতিষ্ঠিত, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ পূর্ব আলোচনায় অংশ নেন, স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, ওসমানী নগরের সুসন্তান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান জগলু চৌধুরী, ওসমানী নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনা মিয়া, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা বর্তমান সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুস সালাম, প্রবীন সাংবাদিক শিক্ষানুরাগী বদরুল আলম চৌধূরী, সংসদের সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সন্তান জুবায়ের আহমদ শাহীন, কর আইনজীবী এড বিক্রম দে, ক্রীড়াবিদ, সাংবাদিক মান্না চৌধূরী, নারী নেত্রী রোকেয়া বেগম যুব নেতা স
আলোচকবৃন্দ দেড় যুগ হতে চলছে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী গণগ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর স্থাপনাটি নির্মিত হলে ও আজ অবধি কোন অধিদপ্তর পরিচালনার দায়িত্ব গ্রহণ না করায় ধংশের মুখোমুখি ভূতুড়ে এক দূষিত পরিবেশের সৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় স্থাপনার সম্মুখ ঝিলে রুপ নিয়েছে এখানকার এ পরিবেশ খুবই বেদনাদয়ক। বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের পক্ষ থেকে একই সাথে, মহান মুক্তিযুদ্ধের সি ইন সি জেনারেল এম এ জি ওসমানী মুক্তিবাহিনীর চীফ অব স্টাফ জেনারেল এম এ রব বীর উত্তম ও ৭ জন বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত গণগ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর জেলা পরিষদ কর্তৃক যথাযথ ভাবে পরিচালিত হয়ে আসছে জানিয়ে, ওসমানীনগর – বিশ্বনাথ সিলেট নির্বাচনী আসন-২ এর মননীয় সংসদ সদস্য, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে প্রতিষ্ঠানটি চালু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আবেদন জানিয়া আসছেন, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কোন উদ্যোগ নেয়া তো দূরে থাক ফোনই রিসিভ করেন না, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আবেদন পত্রখানি গ্রহণই করলেন না তাঁদের কিছু করার নেই বলে। সিলেট বিভাগীয় কমিশনার অফিস থেকে জেলা প্রশাসকের নিকট চালুর ব্যবস্থা নেয়ার জন্যে প্রেরণ করলে জেলা প্রশাসন দপ্তরে যোগাযোগ করলে উনারা বললেন এ বিষয়ে কোনরুপ কোন উদ্যোগ
উপজেলা চেয়ারম্যান মহোদয় কর্ণপাত করেন, অবহেলিত বিনষ্ট হতে চলা কোটি টাকার স্থাপনাটি দেখে দুঃখ প্রকাশ করেন লাইভে এসে সরকার ও স্থানীয় ভাবে আমাদের প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তাঁর পরিষদ থেকে কিছু অনুদান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নিলে ও তা অপ্রতুল, ওসমানী নগরবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের দায়িত্বশীল পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা
ভাইস চেয়ারম্যান আনা মিয়া সাহেব বলেন, এ স্থাপনা ও জায়গাটা যেখানে হওয়া উচিৎ ছিলো, শিক্ষক শিক্ষার্থী সাহিত্যকর্মী, গবেষক, লিখক, কবি, বুদ্ধিজীবী, মুক্তচিন্তার মানুষদের মিলন মেলার এখানে আজ ভূতুড়ে শাপ বিচ্ছুর আখড়ায় পরিণত হয়েছে এটা মেনে নেয়া যায় না উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টাকে শক্তিশালী করার পাশাপাশি সরকারের নিকট পরিচালনার ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের দাবী জানান প্রবাসীদের এগিয়ে আসার জন্য আহবান জানান অন্যন্য বক্তারা একই ভাবে এ স্থাপনাটিকে রক্ষাকল্পে এবং যে লক্ষ্য ও উদ্দেশ্যে স্থাপিত হয়েছে তা বাস্তবায়ন না হওয়াতে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর প্রতি অবজ্ঞাই বুঝায় তা কাম্য হতে পারেনা অনতিবিলম্ব গণগ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চালো
আলোচনা পর্ব শেষে ফলজ বনজ ১০৫ টি চারা গাছ রোপণ করা হয় গণগ্রন্থাগার ও যাদুঘর প্রাঙ্গণে।
১২.৩০ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৯ নং ওয়ার্ডের দর্জীপাড়াস্থ ২ জন দুরারোগ্য অসহায় রুগীকে আর্থিক সহায়তা প্রদান স্মৃতি সংসদের সভাপতি ও সঙ্গীয় নেত্রী বৃন্দ, বিকেল ৩ টায়, একজন সুবিধাবঞ্চিত এইচ এস সি পড়োয়া শিক্ষার্থী কে সেলাই মেশিন প্রদান স্থ বাদাম বাগিচা ৪ নং সড়কের বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী সৈয়দ জামাল মিয়ার বাসায় এ সময় সংসদের সভাপতি সহ স্থানীয় নেতৃব্ররন্দের মধ্যে উপস্থিত ছিলেন শৈয়দ জামাল মিয়া, সমাজ সেবক নাজমুল ইসলাম, ও নজরুল ইসলাম প্রমুখ শীক্ষার্থীর মা ও মামি তার পক্ষে সেলাই ম
বাদ সালাতুল আছর মরহুম বঙ্গবীর ওসমানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং ৫২- ৭১- ৭৫ – ০৪ সাল সহ গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী সকল শহীদান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে খতমে কোরআন শেষে বাদ আছর হযরত শাহজালাল (রাহ:) মাজার প্রাঙ্গণে মিলাদ মাফিল ও দোয়া অনুষ্ঠিত হয
উল্লেখ্য, ১০৫ তম জন্মবার্ষিকী পালনে প্রতিবারের ন্যায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের দুনিয়া আখেরাতের কল্যানের জন্য দোয়া চান বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি। বিশেষ করে, যুক্তরাষ্ট্র বসবাসকারি স্মৃতি সংসদের উপদেষ্ঠা মÐলীর অন্যতম সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা লেখক গবেষক ও প্রবীন সাংবাদিক জনাব হাসান আলী,স্পেন প্রবাসী হাজী আব্দুল হাফিজ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান মো. রোহেল আহমদ তালুকদার, জনাব টিটু ওসমানী, সিলেট পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা; ফরহাদ মিজান প্রমুখদের প্রতি সভাপত কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খতমে কুরআন হাজী হাফিজ আমীর আলী (রাহ:) ইয়াতিমিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ, হাফিজ নজির হোসেন ও শিক্ষার্থীরা সম্পন্ন করেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ সামছুল ইসলাম নুরি। দোয়া পরে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয় দোয়া সকল শহীদান এবং মুর্দেগানদের জন্য দোয়া করেন ক্বারি হাফিজ মাওলানা আবু
কর্মসূচি সমুহে উপস্থিত ছিলেন, সংসদের সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক এডভোকেট আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী মোঃ জিলন, হাফিজ আব্দুস সালাম, ক্বারি হোসেইন আহমদ সিরাজ,হাফিজ আব্দুস সোবহান, মোঃ জমির উদ্দীন, মোঃ দিলওয়ার হোসেন, জাহেদ আহমদ, আব্দুল খালিক, হাবিব উল্লাহ, আব্দুন নুর, বিল্লাল আহমদ, আবুল লেইছ, নুরুল ইসলাম, আলা উদ্দিন, মুজিবুল বশর, মোঃ আবাজ মিয়া, মোঃ লুৎফুর রহমান, সুহেল মিয়া, প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা, লিপি বেগম, ইয়ারুন্নেছা, রোসনা বেগম, বদরুন নাহার, লিপি আক্তার,আনোয়ারা বেগম, রোকেয়া সুলতানা প্রমুখ।
মন্তব্য