দক্ষিণ সুরমা লালাবাজারে বাগদাদ কমপ্লেক্স শাহসিকন্দর রোডে বিসমিল্লাহ রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে গতকাল ৩/৯/২০২৩ রবিবার দুপুর ২ ঘটিকার সময় ।বিসমিল্লাহ রেস্টুরেন্টের উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও লালাবাজার কিন্ডার গার্ডেন এর এম ডি আমিনুর রহমান চৌধুরী সিফতা,২ নং ওয়ার্ডের মেম্বার হোসাইন মিয়া (মুক্তার)শাহী স্টোরের সত্বাধীকারী আফজল মিয়া সেবা ফার্মেসীর সত্বাধীকারী ছানা মিয়া লালাবাজার মাদ্রাসার হাজী আছদ্দর আলী হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান এসময় আরো উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন আহমদ শাহিন আহমদ মো.কায়ুম আহমদ আলী হোসেন মো,রফিক আহমদ দুলাল আহমদসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
বিসমিল্লাহ রেস্টুরেন্টের সত্বাধীকারী বাবুল মিয়া বলেন,এখানে ঘরোয়া পরিবেশে চা ,পরোটা স্বল্পমুল্যে সব দেশীয় খাবর পরিবেশন করা হয় এখানে দই, মিষ্টি, রস, মালাই, মুগলাই, বিরানী,সমুচা ,সিঙ্গারা,ডালপুরী,পিয়াজু,আলুর চপ,ডালের বড়া,ছোলাভুনা,আলুর ভর্তা ,ডাল ভাত ,মাছ মাংসসহ যাবতীয় খাবার ইত্যাদি পাওয়া যায়।
মন্তব্য