ব্যক্তিজীবনে এখন মোটামুটি ভালো আছেন রাখি সাওয়ান্ত। স্বামী আদিল রশিদের সঙ্গে ঝামেলা মিটে যাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। ক’দিন আগে ওমরাহ করে এসেছেন রাখি।
এখন তার ঝামেলা কেবল তনুশ্রী দত্তের সঙ্গে। রীতিমতো বাকযুদ্ধে লিপ্ত তারা। সম্প্রতি রাখির বিরুদ্ধে ওশিওয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তনুশ্রী। তনুশ্রীর অভিযোগ, রাখি তাকে মানসিক হেনস্তা করেছেন। তিনি বলেন, রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করেছি। ২০১৮ সালে মি-টু মুভমেন্টের সময় তিনি আমাকে মানসিক হেনস্তা করেছিলেন। সেটার জন্য আমি এই অভিযোগ করলাম। সব সময়ই মিথ্যা কথা বলেন রাখি।ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছেন। সেই মামলা আদালতে উঠতে দেননি রাখি। তিনি আসলে একটা ডাইনি। তনুশ্রী আরও বলেন, রাখি আমাকে নিয়ে যা যা বলেছে তা আমার কাছে রেকর্ড রয়েছে। আমি রাখিকে ছাড়বো না। এর শেষ দেখে ছাড়বো। অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে মি-টু অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তখনই তাকে নোংরা আক্রমণ করেছিলেন রাখি। যা কি না তার জীবনে ঝড় তুলেছিল। তনুশ্রী অভিযোগপত্রে সে কথাই উল্লেখ করেছেন।
মন্তব্য