জুন মাসের শেষের দিকে সেরেছিলেন আংটি বদল। এবার ডিসেম্বরে বিয়ে করছেন অভিনেত্রী সায়নী দত্ত। ১৬ই ডিসেম্বর চণ্ডীগড়ের গুরবিন্দরজিৎ সমরাকে বিয়ে করেছেন এ নায়িকা। নামি একটি সংস্থার উচ্চ পদে কর্মরত তিনি। সায়নীর পেশার সঙ্গে গুরবিন্দরের পেশার কোনো যোগাযোগ নেই। ১৫ই ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামের গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ে সারবেন নায়িকা। পাত্রী বাঙালি হলেও বিয়ে হবে পাঞ্জাবি মতেই। সায়নী কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। তার হবু স্বামী থাকেন লন্ডনে। সায়নী বলেন, এক বছর আগে আমাদের সবকিছআড়াই বছর আগে মুম্বইয়ের একটি ক্লাবে আমাদের দেখা হয়েছিল। আমরা দু’জনেই সেখানকার সদস্য। সেই সূত্রেই আলাপ। তারপর সেখান থেকে প্রেম। আড়াই বছর প্রেমপর্বের পর সিদ্ধান্ত নিই বিয়ে করবো। ১৫ই ডিসেম্বর পাঞ্জাবি মতেই বিয়ে হবে আমাদের। তারপর কলকাতার একটি হোটেলে আমার সব বন্ধু, ঘনিষ্ঠদের নিয়ে একটা খাওয়া-দাওয়ার আয়োজন করেছি। ২০১৭ থেকে মুম্বইয়েই রয়েছেন নায়িকা। কেন তাকে সেভাবে বাংলা ছবিতে দেখা যায় না- এ বিষয়ে সায়নী বলেন, জানি না কেন কলকাতা থেকে আমি তেমন কোনো সুযোগ পেলাম না। আমি জানি, প্রতিটি শহরে কাজ করার পারিশ্রমিক ভিন্ন হয়। কলকাতা আমার শহর। হাওড়ায় আমার জন্ম। এখানেই আমার সবকিছু। কিন্তু কলকাতায় তেমন ভাবে কাজ পেলাম কই! এমনিতেও বছরে খুব কম কাজ করেন এই অভিনেত্রী।
মন্তব্য