গতকাল পাঁচ মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘ইতি চিত্রা’। নতুন জুটির এই ছবির মাধ্যমে উঠে আসবে নব্বই’র দশকে মফস্বলের কলেজ পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ঋতুর।
মন্তব্য