বছরের বেশির ভাগ সময়ই বিতর্কের মধ্যে থাকেন কঙ্গনা রানাউত। বলিউডে তার শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা হাতেগোনা। তার মন-মর্জি বোঝা খুব সহজ নয়। বেশির ভাগ সময় তিনি কাটান মানালিতে। ওখানে পাহাড়ের কোলে স্বপ্নের মতো আবাস তার। তবে কর্মসূত্রে মুম্বইতে যাতায়াত করেন। এ বার নবরাত্রির আবহে বেশকিছু কাজ হাতে নিয়ে মুম্বই এলেন অভিনেত্রী। বিমানবন্দরে নেমে হাসিমুখে ধরা দিলেন কঙ্গনা। সঙ্গে এনেছিলেন মিষ্টির বাক্স। বিমানবন্দরে উপস্থিত আলোকচিত্রীদের নিজে হাতে মিষ্টি বিলি করলেন অভিনেত্রী। বলিউডের বেশির ভাগ তারকার সঙ্গে তার সম্পর্ক যতই খারাপ থাকুক না কেন, সাংবাদিকদের সঙ্গে বরাবরই মধুর সম্পর্ক বজায় রাখেন এই নায়িকা। সম্প্রতি রানাউত পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। পিসি হয়েছেন কঙ্গনা। ভাইপোর জন্মের দিন হাসপাতাল থেকেই ছবি দিয়েছিলেন তিনি। শিশুকে কোলে তুলে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। পিসি হওয়ার আনন্দে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই নামকরণও হয়ে গিয়েছে ওই শিশুর। নাম রাখা হয়েছে অশ্বথামা রানাউত। তার জন্যই এত আয়োজন। পিসি হওয়ার আনন্দে মিষ্টিমুখ করাচ্ছেন তিনি। বেশ খোশ মেজাজে ছবি শিকারিদের হাতে ধরা দিচ্ছেন এই নায়িকা। এর আগে ভাইপোর ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, আমাদের সংসারে নতুন এক সদস্যের আগমন ঘটেছে। এই খুদে আমাদের জীবনের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছে। ওকে আপনারা সকলে আশীর্বাদ করবেন।
মন্তব্য