সিচুয়েশনশিপ। সম্পর্কের মারপ্যাঁচে কোথাও গিয়ে যেন এই শব্দ চিরাচরিত হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত কোনো তারকা অবশ্য সিচুয়েশনশিপ নিয়ে সেভাবে কোনো কথা বলেননি। কিন্তু, এবার সেই প্রথা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি কফি উইথ করণের নতুন সিজনে এসেছিলেন বলিউডের এ অভিনেত্রী। আর সেখানেই সিচুয়েশনশিপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।
দীপিকা এবং রণবীর দীর্ঘদিন ধরেই ডেট করছেন একে অপরকে। কিন্তু, এই পারফেক্ট কাপল যেকোনো দিন সিচুয়েশনশিপে থাকতে পারেন, তা বোধহয় আন্দাজও করতে পারেননি কেউ। দীপিকা বলেন, আমি বেশ কয়েকটা টক্সিক সম্পর্কের পর কিছুটা একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চাইনি বা কমিটেড হতে চাইনি। আমার যা বয়স ছিল সেই সময়টাই জীবনটাকে উপভোগ করার আদর্শ সময়।
মন্তব্য