সম্প্রতি বার্জার লাক্সারি সিল্ক-এর বিজ্ঞাপনের শুটিং সেটে এসে বার বার স্ক্রিপ্টে পরিবর্তন আনতে চাওয়ার বিষয়ে মুখ খুললেন মিম। মিম জানান, শুটিং সেটে গিয়ে বার্জার লাক্সারি সিল্ক-এ রাঙানো অসাধারণ দেয়াল দেখে তিনি অনুভব করেছেন তার ক্যারেক্টারকে নিয়ে তিনিও অসাধারণ কিছু করতে চান, যা হবে এই দেয়ালের মতোই গ্ল্যামারাস ও নেক্সট লেভেলের। তিনি আরও বলেন, ‘অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে ফিরে যাওয়া যায় না। আমি বিশ্বাস করি নিজেকে ছাড়িয়ে যেতে পারলেই আমরা অসাধারণ কিছু অর্জন করতে পারি। সম্প্রতি বার্জার লাক্সারি সিল্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।
মন্তব্য