স্টার সিনেপ্লেক্সে টেইলর সুইফট

মার্কিন পপগায়িকা টেইলর সুইফটের দুনিয়া মাতানো কনসার্ট সিনেমা পর্দায় দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। গতকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’। বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় পপগায়িকা টেইলর সুইফটের অনেক ভক্ত রয়েছেন বাংলাদেশেও। সিনেমাটি মুক্তির খবরে তাই উচ্ছ্বসিতই হবেন দেশের ভক্তরা। টেইলর সুইফটের সাড়া জাগানো মিউজিক্যাল ট্যুর নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন স্যাম রেঞ্চ।