চিত্রনায়িকা শবনম বুবলী সিনেমায় ক্যারিয়ার শুরুর পর থেকেই নানা ধরনের অভিযোগের শিকার হয়ে আসছেন। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরপর সম্পর্কে জড়ান। যদিও কয়েক বছর পর শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে জনসম্মুখে আসেন তিনি। এদিকে বুবলীর কারণেই অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সংসার ভেঙেছিলো বলেও অভিযোগ করেছিলেন খোদ অপু। সে সময় শাকিব-অপুর সম্পর্ক ভাঙায় নেটিজেনদের একাংশও বুবলীকে দায়ী করেন। পরবর্তীতে শাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে বুবলীর। শাকিব খানও এ নায়িকা সম্পর্কে নানা অভিযোগ করেন। এ নায়িকার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই বলেও বার বার বক্তব্য দেন শাকিব। এবার গানবাংলা চ্যানেলের প্রধান নির্বাহী ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে বুবলীর সম্পর্ক নিয়ে চলছে নানা আলপ্রথমে তাপসের স্ত্রী ও গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নী একটি পোস্টের মাধ্যমে সামনে আনেন বুবলী-তাপসের সম্পর্কের বিষয়টি। এমনকি সেই স্ট্যাটাসে তার ঘর ভাঙার অভিযোগও করেন তিনি বুবলীর বিরুদ্ধে। যদিও পরবর্তীতে বলা হয় আইডি হ্যাক করে কেউ এমনটি করেছে। কিন্তু সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে ফারজানা মুন্নীর অডিও ফাঁসের ঘটনায় প্রমাণ হয়েছে যে আইডি হ্যাক হয়নি মুন্নীর। সেই অডিও রেকর্ডে বার বার মুন্নী বলেছেন, তার ঘর ভাঙার চেষ্টা করছেন বুবলী। শাকিবের সঙ্গে প্রতিশোধ নেয়ার জন্যই তাপসের সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন তিনি। এমনকি রাতের পর রাত বুবলী গানবাংলা চ্যানেলে তাপসের জন্য বসে থাকেন বলেও অডিও রেকর্ডটিতে বলতে শোনা যায় মুন্নীকে। একটি সূত্র বলছে, অপু বিশ্বাস পরিকল্পনা করে এ কল রেকর্ডটি ফাঁস করেছেন। এতসবের বিপরীতে বুবলী বলছেন, এগুলো ষড়যন্ত্র! তার ক্যারিয়ার নষ্ট করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। অফিসিয়ালি কোনো অভিযোগ এলে তিনি সব প্রমাণ দেবেন বলেও দাবি করেন। এদিকে গতকাল চিত্রনায়িকা পরীমনি বুবলীকে ইঙ্গিত করে একটি পোস্টে লেখেন, উনি সবকিছু এত ষড়যন্ত্র বলে চালিয়ে যেতে চায় ক্যান! সেখানে আরেক চিত্রনায়িকা শিরিন শিলা মন্তব্য করেন, ষড়যন্ত্র করতে করতে অভ্যাস হয়ে গেছে। এদিকে অডিও ফাঁসের পর বুবলীকে নিয়ে নেটদুনিয়ায়ও চলছে আলোচনার ঝড়। বুবলীর বিরুদ্ধে কেন এত অভিযোগ, এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। আবার অনেকে তাকে এসব বাদ দিয়ে ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য