‘বিতর্কিত’ পেনাল্টিতে রক্ষা পিএসজির

প্রথমার্ধেই এগিয়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিট লিডও ধরে রাখে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটি। তবে ইনজুরি টাইমে পেনাল্টি পেয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গোল করে লা প্যারিসিয়ানদের রক্ষা করেন কিলিয়ান এমবাপ্পে। এতে চ্যাম্পিয়নস লীগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে মঙ্গলবার রাতে পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের শেষ মুহূর্তে দেয়া পেনাল্টিটি নিয়ে আপত্তি তুলেছেন নিউক্যাসল কপ্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। গোলটি করেন সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার আইজ্যাক। এরপর একের পর এক আক্রমণ করেও ম্যাচে ফিরতে পারছিল না পিএসজি। তবে শেষ মুহূর্তে কপাল খোলে লা প্যারিসিয়ানদের। যোগ করা সময়ের ৮ম মিনিটে পোলিশ রেফারি শিমন মারচিনিয়াক পিএসজির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। োচ এডনিউক্যাসলের বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা উসমান দেম্বেলে সতীর্থের পাস থেকে ক্রস করেছিলেন। তখন তাকে কড়া পাহারায় রেখেছিলেন নিউক্যাসল ফুলব্যাক টিনো লিভ্রামেন্টো। দেম্বেলের ক্রস থেকে বল লিভ্রামেন্টোর শরীরে লেগে হাতের ওপর পড়ে। এরপরই পেনাল্টির আবেদন করে পিএসজির খেলোয়াড়রা। রেফারি শিমন মারচিনিয়াক ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান। আর সফল স্পটকিকে ম্যাচে হারতে বসা ম্যাচ ড্র করেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।ম্যাচ শেষে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নিউক্যাসল কোচ এডি হাও। তিনি বলেন, ‘আমার মতে এটা সঠিক সিদ্ধান্ত ছিল না। বলটা তার হাতে লেগেছে। কিন্তু আমার মনে হয় না তার হাত অপ্রত্যাশিত অবস্থানে ছিল। আমার মতে এটা বাজে সিদ্ধান্ত এবং খুবই হতাশার। কারণ ওই মুহূর্তে ম্যাচে খুবই কম সময় অবশিষ্ট ছিল। কিন্তু এখন এ নিয়ে আমাদের আর কিছুই করার নেই।’