নাটকের সর্বশেষ সফলতম জুটি বলা হচ্ছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিকে। এ জুটির নাটকগুলো গত ৩ বছরে ছিল দর্শকপ্রিয়তায়। ইউটিউবে ভিউয়ের দিক থেকেও এগিয়ে তাদের নাটক। ইউটিউব ট্রেন্ডিংয়েও গত ২ বছরে নাটকের অন্য অভিনেতা-অভিনেত্রীদের থেকে বেশ এগিয়ে নিলয়-হিমি। ইউটিউবে তাদের অভিনীত ‘হেট ইউ ম্যাডাম’ দুই সপ্তাহে ৭৪ লক্ষ, ‘দুই শাশুড়ী’ ২ সপ্তাহে ৫০ লক্ষ, ‘সাইলেন্ট জামাই’ ৫ দিনে ৩৭ লক্ষ, ‘লাভ পার্টনার’ ৯ দিনে ৩২ লক্ষ ভিউ পেয়েছে। নাটকগুলো প্রকাশের পর থেকেই রয়েছে ট্রেন্ডিংয়ে। শুধু এগুলোই নয়, এ বছর যে নাটকগুলোতে নিলয়-হিমি জুটি বেঁধে অভিনয় করেছেন তার প্রায় সবই ছিল ট্রেন্ডিংয়ে। ভিউয়ের দিক দিয়েও এগিয়ে এগুলো। সব মিলিয়ে শতাধিক নাটকে দর্শক তাদের দেখেছেন। এ জুটি বেশ আগে থেকে অভিনয় করলেও তাদের নিয়মিত জুটিটা মূলতএ সময় থেকে তাদের অভিনীত নাটকগুলো পছন্দ করতে থাকেন দর্শক। যার ফলে টিভি চ্যানেলের বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের নাটকে কাজ করতে থাকেন তারা। এর বাইরে নিলয়ের ‘এনএএফ’ নামক ইউটিউব চ্যানেলেও নিয়মিত নাটক প্রকাশ করছেন তিনি, যার অনেক নাটকেই হিমি থাকছেন নিলয়ের বিপরীতে। এ জুটিটা আসলে কীভাবে গড়ে উঠলো? হিমি বলেন, আমরা দু’জনই বেশ আগে থেকেই কাজ করি। তবে একসঙ্গে যখন আমরা করোনা পরবর্তী সময়ে একটি-দুটি করে নাটকে জুটি বেঁধে কাজ শুরু করি দর্শক সেগুলো পছন্দ করে ফেলে। যার ধারাবাহিকতায় পরিচালক-প্রযোজকরা আগ্রহী হন আমাদের নিয়ে নতুন নাটক নির্মাণে। সে সময় থেকেই মূলত জুটিটা গড়ে উঠে। এর বাইরেও আমরা দু’জনই অনেক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। তবে আমাদের জুটির প্রতি দর্শকদের অন্যরকম ভালো লাগা রয়েছে। এদিকে জানা গেছে, নতুন বছর উপলক্ষে আরও বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করছেন নিলয়-হিমি। বিশেষ করে ভালোবাসা দিবস ও ঈদে তাদের জুটির অনেক নাটক পেতে যাচ্ছেন দর্শক।
মন্তব্য