বাংলাদেশি সিনেমায় ফের দেখা মিলবে কলকাতার নায়িকা ইধিকা পালের। ‘কবি’ সিনেমায় ঢাকাই অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। প্রথম এ ছবি দিয়েই দারুণ সফলতা পান ইধিকা। ‘কবি’ সিনেমাটি পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। চলতি সপ্তাহেই কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে বলে জানা গেছে। ইধিকা পাল বলেন, নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হবে। কাজটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত আমি। মন দিয়ে করার চেষ্টা করবো; আগে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে এটাজানা গেছে প্রেমকেন্দ্রিক সিনেমা ‘কবি’তে থাকবে অ্যাকশনও। সিনেমার গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হবে। সিনেমায় রাজ-ইধিকা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকে। শুটিংয়ের কাজে পরিচালক কল্লোল, শরীফুল রাজ ও মিশা সওদাগর কলকাতায় রয়েছেন।
মন্তব্য