গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ

স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। গতকাল তৃতীয় ম্যাচে ওপেনার আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ২০২০ সালের যুব বিশ্বএদিন আগে ব্যাট করে বাংলাদেশের যুবাদের ২০০ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে শিবলীর হার না মানা ১১৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেটে জয় পায় বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে খেলবে ‘বি’ গ্রুপ রানার্সআপ আরব আমিরাত।  

গতকাল দুবাইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জুনিয়র টাইগাররা। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচে নেমে শুরুটা ভালো না হলেও ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি মাহফুজুর রহমান রাব্বির দল। ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দেখেশুনে ৩৭ রান করে শ্রীলঙ্কার দুই ওপেনার পুলিনদু পেরেরা এবং রবিশান ডি সিলভা।