খেলা শুরু হয়েছে, ওভার কমেছে আরও ১৬টি

দ্বিতীয় দফা বৃষ্টিতে আরও ১৬ ওভার কমেছে। এখন খেলা হবে ৩০ ওভার করে। খেলা আবার শুরু হয়েছআবার বৃষ্টিতে বন্ধ খেলা 

ডানেডিনে ১৩.৫ ওভার হওয়ার পর বৃষ্টি ফিরে এসেছে। প্রাথম দফায় ম্যাচ নেমে এসেছিল ৪৬ ওভারে। এখন নিশিতভাবেই সেটি কমবে আরও। নিউজিল্যান্ড ৬৩/২

প্রথম ওভারেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানলেন শরিফুল, ফিরিয়ে দিলেন রাচিন ও নিকোলসকে।টসের পরই বৃষ্টি, খেলা শুরু হতে দেরী 

ডানেডিনে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ার পরই বৃষ্টি নেমেছে। প্রথমে হালকা থাকলেও পরে গতি বেড়েছে সেটার। উইকেট ঢেকে দেওয়া হয়েছে কাভার দিয়ে। 

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা। 

নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত ১৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে টাইগাররা।বাংলাদেশ দলে ফিরেছেন সৌম্য সরকার। ছুটি কাটিয়ে ফিরেছেন লিটন দাসও। নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার জশ ক্লার্কসন ও উইলিয়াম ও’রুর্কের।

বাংলাদেশ একাদশ 

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ 

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।

স্বাগত বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে। মানবজমিন লাইভ আপডেটে আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস।