খালি হাতেই ফিরলেন সৌম্য

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সৌম্য সরকার। প্রায় ২ বছর পর ফেরা ম্যাচে সেই আউট হন শূন্য রানে। আজ একই দলের বিপক্ষে আরও একবার ওয়ানডেতেই শূন্য রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। কিউই পেসার অ্যাডাম মিলনের বলে স্লিপে ক্যাচ আউট হলেন সৌম্য। ১ রানে ১ উইকেট হারালো বাংলাল্যাথাম-ইয়ং ঝড়ে নিউজিল্যান্ডের ২৩৯, বাংলাদেশের লক্ষ্য ২৪৫ 

দ্বিতীয় দফা বৃষ্টি শেষে যেন পঞ্চম গিয়ারে ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম ল্যাথাম ও উইল ইয়ং। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে লাইন-লেন্থ ঠিক রাখতেই হিমশিম খাচ্ছিল টাইগার বোলাররা। দুজনের তাণ্ডবে শেষ ১০.৩ ওভারে কিউদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ১৩১ রান আর জুটি ১৭১ রানের। ৯৩ রান করে ল্যাথাম ফিরলেও ইয়ং তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। শেষ ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৪ বলে ১০৫ রানের ইনিংস। নির্ধারিত ৩০ ওভারে নিউজিল্যান্ড থামে ২৩৯ রানে। তবে বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৪৫ রান। খেলা শুরু হয়েছে, ওভার কমেছে আরও ১৬টি

দ্বিতীয় দফা বৃষ্টিতে আরও ১৬ ওভার কমেছে। এখন খেলা হবে ৩০ ওভার করে। খেলা আবার শুরু হয়েছেআবার বৃষ্টিতে বন্ধ খেলা 

ডানেডিনে ১৩.৫ ওভার হওয়ার পর বৃষ্টি ফিরে এসেছে। প্রাথম দফায় ম্যাচ নেমে এসেছিল ৪৬ ওভারে। এখন নিশিতভাবেই সেটি কমবে আরও। নিউজিল্যান্ড ৬৩/২