ক্রিকেট তো বটেই সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটদের একজন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২৫ কোটি ফলোয়াড় তার। সব মিলিয়ে অ্যাথলেটদের মধ্যে কোহলির ফলোয়াড় পঞ্চম সর্বোচ্চ। গত ২৫ বছরে গুগলে কোহলিকেই সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে। তবে কোহলিকে চেনেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো লুইস নাজারিও দি লিমা।
গতকাল সামাজিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় ইউটিউবার স্পিড। সেখানে তিনি রোনালদোর কাছে জানতে চান, ‘তুমি বিরাট কোহলিকে চেনো?’ রোনালদোর উত্তর, ‘কে?’ স্পিড ধরিয়ে দেন, ‘ভারতের বিরাট কোহলি।’ রোনালদো এককথায় উত্তর দেন, ‘না’। এবার বেশ অবাক হয়ে স্পিড বলেন, ‘তুমি বিরাট কোহলিকে চেনো না!’ তখন অবশ্য রোনালদোকে দেখে মনে হয়েছে তিনি মনে করার চেষ্টা করছেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘সে কে? খেলোয়াড়?’
এরপর স্পিড মোবাইলে কোহলির ছবি দেখিয়ে রোনালদোকে বলেন, ‘তুমি তাকে কখনো দেখোনি? সে ক্রিকেট খেলোয়াড়।’ তখন রোনালদো উত্তর দেন, ‘সে এখানে (ব্রাজিলে) তেমন জনপ্রিয় না।’
স্পিড এরপর বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, সে সেরা। সে বাবর আজমের মতো।’ তখন রোনালদোর উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই।’ অর্থাৎ কোহলির ছবি দেখেছেন, তবে ভুলে গেছেন। এরপর দুজনই হেসে ফেলেন।
জনপ্রিয় মার্কিন ইউটিউবার ‘আইশোস্পিড’-এর আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র।
মন্তব্য