সংসদ সদস্য ও নায়ক ফেরদৌসের ‘মাইক’ সিনেমা এবার কলকাতার নন্দনে। এটি এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এতে ফেরদৌস ছাড়াও অভিনয় করেছেন- তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ অনেকে। মাইক গত বছর ১৩ই আগস্ট দেশে মুক্তি পায়। আগামী ২১শে জানুয়ারি বিকাল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড এলাইড আর্টস।
মন্তব্য