ছেলেদের প্রতিশোধ নিলো মেয়েরা, রিয়ালকে বিধ্বস্ত করে ফাইনালে বার্সা

বছরের প্রথম এল ক্লাসিকোতে বিধ্বস্ত হয় বার্সেলোনা। গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারে ৪-১ ব্যবধানে। দুই দিনের ব্যবধানে রিয়াল মাদ্রিদের নারী দলের জালে ৪ গোল দিলো বার্সেলোনার মেয়েরা। যেন ছেলেদের হয়ে প্রতিশোধ নিলো প্রমীলারা। বুধবার স্পেনের মিউনিসিপাল ডি বুতার্ক স্টেডিয়ামে নারীদের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়ালকে ৪-১ গোলে হারায়ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্প্যানিয়ার্ড সালমা কেলেস্তে। ৩৯তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৩-০ করেন কালদেন্তে। আর ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন কেম্যাচজুড়ে একচেটিয়া দাপট দেখায় বার্সেলোনা নারী দল। ৬৬ শতাংশ বল দখলে রেখে ২১টি শটের ৬টি লক্ষ্যে রাখে ব্লাউগ্রানারা।