লিটন কেন অধিনায়ক? প্রশ্নে যা বললেন নাফিসা কামাল

বিপিএলে ছয়বার অংশ নিয়ে চারবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে পেশাদারিত্বের ঘাটতি থাকলেও ভিক্টোরিয়ান্সকে এসব ব্যাপারে বরাবরই দেখা গেছে গোপ্রতি আসরেই বড় বড় তারকার সমাবেশ দেখা যায় দলটিতে। এবারের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কাএ সময় তার কাছে জানতে চাওয়া হয় লিটন দাস কেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাপ্টেন? 

জবাবে নাফিসা কামাল বলেন, আমি এটা জানি না। এটি ভালো বলতে পারবে দলের কো

এবার কী টার্গেট থাকবে আপনার?

 জবাবে নাফিসা কামাল বলেন, প্রথমে গেম বাই গেম যাব। আমরা যেহেতু একাধিকবার চ্যাম্পিয়ন দল। আমাদেরও প্রত্যাশা আছে। চ্যাম্পিয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবার অন্যদলগুলো অনেক শক্তিশালী। এবার প্রতিযোগিতা ভালো হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ দেখব। দেখা যাক কতটুকু এগোতে পারি।