আরও একটি রুদ্ধশ্বাস ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাটলেটিকো

৮ দিনের ব্যবধানে দুই ম্যাচ, দুটিতেই সমান উত্তেজনা-উত্তাপ। আর দুটিতেই হলো ফল একই। দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা টেনে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারতেই হয় রিয়াল মাদ্রিদকে। এতে করে কোপা দেল রেতে কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থেমে যায়।

   গতকাল ঘরের মাঠে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো। ডিয়েগো সিমেওনের দলের হয়ে গোল করেন সামুয়েল দিয়াস লিনো, আলভারো মোরাতা, আতোয়ান গ্রিজম্যান ও রদ্রিগো রিকেলমে। চলতি মৌসুমে এটা রিয়ালের দ্বিতীয় হার, দুটোই অ্যাটলেটিকোর বিপক্ষে। আর চলতি মৌসুমে ঘরের মাঠে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল অ্যাটলেটিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচের তাদেরস্বাগতিকদের একজনের শট এদুয়ার্দো কামাভিঙ্গার পায়ে লেগে রিয়ালের বক্সে বল গেলে সেটা জালে পাঠায় দেন মোরাতা।নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে আবার সমতায় ফেরে রিয়াল।  বেলিংহ্যামের ক্রস থেকে হেডে ঠিকানা খুঁজে নেন হোসেলু। নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।ম্যাচের ১০০তম মিনিটে আবার এগিয়ে যায় অ্যাটলেটিকো। বাঁ পায়ের চমৎকার শটে জালে বল পাঠান সাবেক গ্রিজম্যান। ৯ মিনিট পর আরও একটি গোল পায় অ্যাটলেটিকো। মেমফিস ডিপাইয়ের পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার রিকেলমে।