সিলেটের “ঈদগাহ ময়দান” ডেটিং স্পট : অতঃপর নিষেধাজ্ঞা

নন্দিত সিলেট : সিলেটের সবচেয়ে বড় এবং প্রাচীন ঐতিহ্যের নিদর্শন “শাহী ঈদগাহ ময়দান” সিলেটের সকল ধর্মপ্রান মুসলমানগণ দুটি ঈদের নামাজ এখানে আদায় করে থাকেন এবং এখানে জানাজার নামাজও আদায় করা হয়। এলাকাবাসী বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলেন সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহকে পার্কে পরিণত করেছে বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা। শাহী ঈদগাহ ময়দান স্থানকে প্রেমিক-প্রেমিকারা তাদের ডেটিং স্পটে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত। বিভিন্ন সময় সন্ধার পরেও দেখা যায় এসব প্রেমিক প্রেমিকাদের। ফটো তুলা, গল্প করা, আড্ডা দেওয়া হয়ে গেছে ঈদগাহের নিয়মিত দৃশ্য।। এই অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে। নজরে আসে শাহী ঈদগাহ কর্তৃপক্ষের। অবশেষে বৃহস্পতিবার নোটিশ লাগিয়ে দেয়া হয়। নিষেধাজ্ঞা জারি করা হয় নারীদের প্রবেশের ওপর।