সিলেট সিটিতে বিএনপির মনোনয়ন পেলেন আরিফ

নন্দিত ডেস্ক :সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আরিফুল হকের নাম নাম চূড়ান্ত করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। এছাড়া রাজশাহীতে মেয়র পদের জন্য মনোনীত হয়েছেন বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। এবং বরিশালে মেয়র পদের জন্য মনোনীত হয়েছেন মহানগর বিএনপির সভাপতি মুজিবর রহমান সরোয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে তিন সিটিতে মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে এই মনোনয়ন দেয় দলটির মনোনয়ন বোর্ড। সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে। সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে বিকাল সাড়ে পাঁচটায় মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়ে রাত ৮ টার দিকে শেষ হয়। বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টা মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।